জানা যায়, ১৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ ভোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তিতাস উদ্দিন (পিতা: শাহ আলম) কে আটক করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতা হিসেবে গোপনে রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন। বর্তমানে তাকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, ১৩ নভেম্বর ২০২৫ খ্রিঃ গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ কাজীপুর এলাকা হতে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজীপুর গ্রামের মৃত মনসুর আলী মোল্লার পুত্র ও রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিনকে আটক করে। কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানান, তার বিরুদ্ধে উস্কানিমূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। উভয় ব্যক্তিকে পৃথকভাবে তাদের রাজনৈতিক কার্যক্রম ও রাষ্ট্রবিরোধী অভিযোগ সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
birnews@admin.com