খুলনায় ৩৮৯ বোতল ভারতীয় কোডিন সিরাপ আটক করেছে বিজিবি- Bir News24
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৯ বোতল ভারতীয় WINCEREX নামক কোডিনযুক্ত কফ সিরাপ আটক করেছেন। সোমবার (১১ নভেম্বর ২০২৫) কায়বা বিওপি সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।
২১ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযানে ৩৮৯ বোতল ভারতীয় WINCEREX সিরাপ উদ্ধার করা সম্ভব হয়।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি’র এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

MD ABU HURAIRA